গুগল সার্চ কোনসোলে ব্লগার ওয়েবসাইট কিভাবে যুক্ত করবেন
গুগল সার্চ কনসোলে ব্লগার ওয়েবসাইট কিভাবে যুক্ত করবেন এই বিষয়ে চলুন
বিস্তারিত জেনে নেয়া যাক।সাধারণত একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করার পর
ওয়েবসাইটটিতে ভালো ভালো কনটেন্ট তৈরি করে পাবলিশ (publish) করাই সবথেকে
বেশি গুরুত্বপূর্ণ কাজ।আপনার ব্লগার ওয়েবসাইটে টাকা আয় করার জন্য সবথেকে
বেশি জরুরী বিষয় ট্রাফিক বা ভিজিটরস নিয়মিত থাকা।
ট্রাফিক বা ভিজিটরস নিয়মিত না থাকলে আপনার ব্লগার ওয়েবসাইট থেকে টাকা আয় করা
সম্ভব নয়।ট্রাফিক এবং ভিজিটরস নিয়মিত গুগল সার্চ ইঞ্জিন থেকে পাওয়া
সম্ভব। কিন্তু প্রথমেই আপনার ব্লগার ওয়েবসাইটটি গুগোল সার্চ কনসোলে যুক্ত
করতে হবে। তো চলুন গুগল সার্চ কনসোলে ব্লগার ওয়েবসাইট কিভাবে যুক্ত করবেন
জেনে নেই।
গুগল সার্চ কনসোল কি
গুগল সার্চ কনসোল কি চলুন
জেনে নেয়া যাক। গুগল সার্চ কনসোল (Google Search Console) হচ্ছে গুগল এর ফ্রি একটি জনপ্রিয়
সেবা। আপনার ওয়েবসাইটে গুগল সার্চ রেজাল্ট (Google Search Result) কতবার
এবং কিভাবে দেখানো হচ্ছে, আপনার Website সঠিকভাবে Index হচ্ছে কি না,
এছাড়া ট্রাফিক বা ভিজিটরসরা কোন কোন Keywords Search করে আপনার
ওয়েবসাইট ক্লিক করছে এবং ব্যাকলিংক (backlink) আপনার ওয়েবসাইটে কতগুলো আছে এই
সকল যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন।
এছাড়া আপনার ওয়েবসাইটের কোন পেজ বা url address নিয়ে google
search এ কোন সমস্যা হয়ে থাকে তাহলে google search console tools এর
মাধ্যমে আপনি সেই সমস্যাটি কাঙ্খিতভাবে জানতে পারবেন। অনেক বছর আগে
Google Submit URL নামে একটি সেবা ছিল যেখানে ওয়েবসাইটের URL জমা
দেয়া হতো। কিন্তু বর্তমানে এই Google Submit URL নামে কোন সেবা গুগল আমাদের দিচ্ছে না।
তাই বর্তমানে ওয়েবসাইটের যে কোন url address এখন google search করার সময় এছাড়া কোন ইনডেক্স (index) এবং
কোন পেজ (page) জমা দেওয়ার জন্য গুগল সার্চ কনসোল (Google Search Console) ব্যবহার করা হয়। তাহলে আশা করছি গুগল সার্চ কনসোল কি সেটা বুঝতে পেরেছেন।
গুগল সার্চ কনসোলে ব্লগার ওয়েবসাইট যুক্ত করার প্রক্রিয়া
ধাপ ১ঃ গুগল সার্চ কনসোল এর সাথে নিজের ওয়েবসাইট কিভাবে যুক্ত করবেন সেটা জেনে নিন।আপনি প্রথমেই
আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে Google Search Console লিখে সার্চ করবেন। এখন গুগল
সার্চ কনসোল এর মূল ওয়েবসাইট এ ক্লিক করে প্রবেশ করুন। মনে রাখবেন আপনার নিজের ইমেইল
এড্রেসটা দিয়ে লগইন করবেন। তারপর এখানে আপনি ২টি অপশন পেয়ে যাবেন,
Domain এবং URL Prefix।
Domain অপশনটি সিলেক্ট করুন এবং তারপর আপনার ওয়েবসাইটটি সার্চ
কনসোলে যুক্ত করতে চাইলে এভাবে সিলেক্ট করে নিন। এই
Domain অপশনে (WWW) ছাড়া আপনার ডোমেইন নামটি যুক্ত
করবেন।
URL Prefix অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে কেননা আপনি যদি
আপনার ওয়েবসাইটের Sub Directory বা Subdomain গুগল সার্চ কনসোলে যুক্ত
করতে চান। তাহলে অবশ্যই আপনাকে URL Prefix অপশনটি সিলেক্ট করতে হবে।
তারপর আপনার মূল ওয়েবসাইট থেকে আপনার ডোমেইন অপশনে (yourdomain.com) ডোমেইন
নামটি লেখার পর Continue বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ২ঃ পরবর্তী ধাপে আপনার ডোমেটি verify করতে হবে। ডোমেটি DNS Record
অপশন এর মাধ্যমে verify করে নিবেন। এই মাধ্যমে খুব সহজেই আপনার ডোমেনটি
verify করতে পারবেন। এরপর ডোমেন কন্ট্রোল প্যানেল (Domain Control Panel)
থেকে আপনাকে লগইন করতে হবে। এরপর আপনার ওয়েবসাইটের সিকিউরিটি (Security) এবং
স্পিড (Speed) বৃদ্ধি করতে চাইলে Cloudflare মাধ্যমে লগইন করুন। এভাবে আপনার
ওয়েবসাইটের Security এবং Speed বৃদ্ধি করতে পারবেন। এরপর আপনাকে ডি এন
ম্যানেজমেন্ট (DNS Management) অপশনে বা ক্লাউড ফ্লেয়ার (Cloudflare)
অপশনে প্রবেশ করতে হবে।
এখন আপনাকে গুগল সার্চ কনসোল থেকে DNS Record ভেরিফিকেশন করার জন্য
Copy বাটন থেকে কোডটি কপি করতে হবে। এখন আপনাকে Add Record অপশনে যেতে
হবে এবং TXT Record ওপেন করতে হবে। এখানে আপনার কাজ হচ্ছে Name এর ঘরে @
চিহ্ন দিতে হবে। তারপর Content এর ঘরে কপি করা ভেরিফিকেশন কোডটি পেস্ট করে
Save বাটনে ক্লিক করতে হবে। এখন কিছুক্ষণ পরে আপনার Domain Ownership
Verification টি সফল হয়ে যাবে, এবং তারপর গুগল সার্চ কনসোলে আপনার
ব্লগার ওয়েবসাইটটি যুক্ত হয়ে যাবে।
গুগল সার্চ কনসোলে Sitemap Submit করবেন যেভাবে
গুগল সার্চ কনসোলে Sitemap
Submit করবেন যেভাবে চলুন বিস্তারিত জেনে নেই। গুগল সার্চ কনসোলে Sitemap Submit করতে হলে আপনাকে প্রথমেই বাম পাশে সাইড বারের Sitemap
অপশনে ক্লিক করুন। এরপর ডোমেইন নামের পাশে Add a new sitemap অপশনে একটি বক্স দেখতে পাবেন। আপনার ওয়েবসাইটের পোস্টগুলো Sitemap এ
সাবমিট করতে হলে Sitemap.XML বক্সে লিখার পরে Submit করতে হবে। Sitemap এ
সাবমিট সঠিকভাবে করার পর Sitemap Submitted Successfully লিখা দেখতে
পাবেন। এরপর Sitemap Submitted Successfully হয়ে গেলে Status এর
নিচে Success লেখা চলে আসবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url